শ্রীলঙ্কার ৭০০ রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ড যখন লঙ্কান বোলিংকে তুড়ি মেরে ৪৯২ রানের বড় সংগ্রহ গড়েছিল, তখনই বোঝা যাচ্ছিল, গলের উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই নেই। শ্রীলঙ্কা ব্যাটিংয়ে এসে সেটা আরও বড় করে দেখালো। টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেটেই ৭০৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে লঙ্কানরা। প্রথম চার ব্যাটারই সেঞ্চুরি করেছেন। এর মধ্যে আবার দুজনের আছে ডাবল।
ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার নিশান মধুশঙ্কা আর তিন নম্বর ব্যাটার কুশল মেন্ডিস। মধুশঙ্কা ২০৫ আর মেন্ডিস খেলেছেন ২৪৫ রানের ম্যারাথন ইনিংস। মধুশঙ্কা অবশ্য আগের দিনই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৫ রান করে আউট হন। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১০০ রানে অপরাজিতই থেকে গেছেন। দিনেশ চান্দিমাল ১৩ করে আহত অবসরে যান। ১২ রানে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কা এগিয়ে ১৫৮ রানে। ফলে এখনও আইরিশদের এই টেস্ট হারের ভালো সম্ভাবনা আছে। পঞ্চম দিনের উইকেট যদি একটু বোলারদের পক্ষে কথা বলে!


প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩ | সময়: ৪:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ