পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) আরএমপি’র কমিশনার মোঃ আনিসুর রহমান, বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে পবিত্র ইদ-উল ফিতর ২০২৩ উপলক্ষ্যে ইদের আগের দিন হতে পরের দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রয় ও ব্যবহার; হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্র¿, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন এবং ইদের দিন নামাজের সময় জায়নামাজ ব্যতীত কোনো ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৩ | সময়: ৭:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ