১৪ হাজারি ক্লাবে মুশফিক তখনও যেমন দেখেছি এখনও তেমনই, বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের দুরন্ত ফর্ম ছুটছেই। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। প্রথম ইনিংসে খেলেন ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংস, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে রান তাড়ায় ৫১ রানে অপরাজিত থাকেন। ফলে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে মুশফিকের হাতে।
মুশফিক আবার এই পথে বড় এক মাইলফলকও ছুঁয়েছেন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এখন পর্যন্ত ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ১৪ হাজার ৪৩ রান। তিন ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৭৫টি।
সাম্প্রতিক সময়ে মুশফিকের মধ্যে কোনো পরিবর্তন দেখেন কি না? আজ আইরিশদের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে ছুটে গিয়েছিল এমন প্রশ্ন। জবাবে সাকিব বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে আমি ২০০৩-এ প্রথম অনূর্ধ্ব-১৫ খেলেছি, এরপর থেকে একসঙ্গে খেলছি। তখনও যেমন দেখেছি, এখনও তেমনই।’
পারফরম্যান্সের উঠা-নামা খুব স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে সাকিব বলেন, ‘এটা তো হয়ই। আমি নিশ্চিত পরিবারের সঙ্গে সবার সবসময় সুসম্পর্ক থাকে না। পারফরম্যান্সও ওরকম ওঠা-নামার ভেতরে থাকে। অভিজ্ঞতা যখন থাকে ওটা কীভাবে ওভারকাম করতে হয় সেটা জানে। এই ফেসগুলো সবাই পার করে আসছে। যারা ১০-১৫ বছর খেলে তাদের সবারই এমন থাকে।’


প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর