৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলার সম্ভাবনা

সানশাইন ডেস্কঃ

আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুসহ মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বিষয়টি জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম। তিনি বলেন, ৩০ মার্চ সেতুতে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি না হওয়ায় পরীক্ষামূলক ট্রেন চালানোর জন্য ৪ এপ্রিল দিন ঠিক করা হয়েছে।

 

 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন দুপুরে  বলেন, পদ্মা সেতুতে মাত্র ৭ মিটার অংশের কাজ বাকি আছে। এখানে শুধু স্লিপার বসানোর কাজ বাকি। এটা হয়ে গেলেই আমার পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করতে পারব।

 

 

 

গত মাসের শেষদিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে পদ্মা রেল সেতুর নির্মাণ কাজ। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এ বছরের জুনেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছে রেলপথ মন্ত্রণালয়।

সূত্রঃঢাকা পোস্ট

সানশাইন/সোহরাব 


প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩ | সময়: ৪:৪৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর