সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই, দুজন দগ্ধ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের পূর্ণকলস গ্রামে আকস্মিক অগ্নিকান্ডে ফরিদুল ইসলাম নামে এক কৃষকের বাড়ি পুড়ে গেছে। এ সময় আগুনে ওই কৃষকের পিতামাতা দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে একটি গুরু মারা গেছে, আরও দুটি আহত হয়েছে। শনিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা শত্রুতা:বশত দাহ্য পদার্থ ছিটিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ওই কৃষকের। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, রাতে বাড়ির সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে আকস্মিক গোয়ালঘরে আগুন লাগে। পরে আগুন দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে টিনশেড দুটি ঘর ও ঘরে থাকা যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। একই সঙ্গে ওই কৃষকের বাবা-মাসহ গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়। পরে একটি গরু মারা যায়। এতে তার কমপক্ষে ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষকের। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ | সময়: ৬:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ