সর্বশেষ সংবাদ :

শেষ হলো ‘রুচি বিউটিগ্রাম সিজন ফাইভ’

সানশাইন ডেস্ক : নদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ । এদেশের বৈচিত্রময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্রান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা “রুচি বিউটিগ্রাম সিজন ফাইভ’। সৈয়দ লতিফ হোসাইন এবং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন। গত ১৬ থেকে ১৮ মার্চ, রাজধানীর “আলিয়ঁস ফ্রসেঁজ’-এ প্রদর্শনী এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে আয়োজনের ইতি টানা হয়।
প্রদর্শনীর শেষদিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কয়ার ফুড ত্যান্ড বেভারেজ লিমিটেডের সিওও পারভেজ সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং জনাব ইমতিয়াজ ফিরোজ, কথাসাহিত্যিক আহসান হাবীব, ফটোগ্রাফার সৈয়দ লতিফ হোসাইন এবং চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন। এছাড়াও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশের ভ্রমণপিপাসুদের জন্য এমন দারুণ একটি উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের সাধুবাদ জানান । স্কয়ার ফুড ত্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষ থেকে জনাব মো: পারভেজ সাইফুল ইসলাম এই সফল আয়োজনের সাথে থাকার জন্য স্কয়ার ফুড ত্যান্ড বেভারেজ লিমিটেডের ভোক্তা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে নতুন নতুন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ