সর্বশেষ সংবাদ :

আজ থেকে স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম কর্তৃক আয়োজিত ও এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স. রাজশাহীর ব্যবস্থাপনায় ১৪, ১৫ ও ১৬ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপি স্বাধীনতা দিবস টেনিস টুর্নামেন্টের খেলা আজ থেকে অনুষ্ঠিত হবে। আজ দুপুর থেকে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স. রাজশাহীতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে পুরুষ একক বিভাগে বাংলাদেশের বিভিন্ন জেলা/ক্লাবের প্রায় ৫০ জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করবেন। টুর্নামেন্টের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ডেভিস কাপ প্লেয়ার ও বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এর ডেভেলোপমেন্ট সেক্রেটারী শেখ মঈনউদ্দীন ওয়ালী উল্লাহ ঝিলান এবং টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স. রাজশাহীর ভাইস চেয়ারম্যান মো. খসরু। এই টুর্নামেন্টে ১ লাখ টাকা প্রাইজমানি প্রদান করা হবে।


প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ | সময়: ৫:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ