সর্বশেষ সংবাদ :

অবৈধ পুকুর খনন : পবায় এক সপ্তাহে ১০ এক্সকেভেটর জব্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এক সপ্তাহে ১০টি এক্সকেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ বুধবার বিকেলে এক্সকেভেটরটি জব্দ করা হয়। জব্দকৃত এক্সকেভেটর মেশিনগুলো অকেজো করার জন্য প্রয়োজনীয় মালামালও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকারের নেতৃত্বে পবা উপজেলায় এই অভিযান চালানো হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে এক্সকেভেটরগুলো জব্দ করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে এক্সকেভেটর মেশিনগুলো জব্দ করা হয়েছে। এমন অভিযান চালানোর পরও বড় মেশিনপর পরিবর্তে ছোট মেশিন দিয়ে এবং কৌশল পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করছে। অবৈধভাবে পুকুর খনন বন্ধে এই অভিযান চলবে বলেও জানান তিনি।


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৬:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ