বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

স্টাফ রিপোর্টার : বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার (১২ মার্চ ২০২৩) সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।
অভিনন্দন বার্তায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের দুর্দান্ত সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ঐতিহাসিক এই জয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।
জেলা পরিষদ চেয়ারম্যানের অভিনন্দন : এদিকে এক ম্যাচ বাকী থাকতেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। রোববার এক অভিনন্দন বার্তায় এই অভিনন্দন জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ।
এক অভিনন্দন বার্তায় জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল বলেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আমি আশা করি, বাংলাদেশ ৩-০ ম্যাচে সিরিজ জিতে হোয়াইট ওয়াস করবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়লাভে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এই ম্যাচে অপরাজিত ৪৬ রান করা রাজশাহী কৃতি সন্তান নাজমুল হোসেন শান্তকে বিশেষ ভাবে অভিনন্দন জানান জেলা পরিষদ চেয়ারম্যান মীর ইকবাল।


প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ | সময়: ৪:৫৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর