কাশিয়াডাঙা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের কাশিয়াডাঙা আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। বুধবার বিকেলে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রকল্পের বাড়িগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা তা সরেজমিনে পরিদর্শনসহ যাচাই করেন। পাশাপাশি উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজ খবর নেন।
এসময় আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী বিধবা সোহেলী আক্তার বলেন, ‘স্বামী হারা সংসারের এক শিশু সন্তানকে বুকে নিয়ে খড়কুড়ের বেড়ার ঘরে বৃষ্টির পানি ঢুকত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ভয়ে থাকতে হতো। কিন্তু এখন আর সেই ভয় নেই। প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য আমৃত্যু দোয়া করব।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।


প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ