সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহিলা কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি মহিলা কলেজ বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত ‘বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ভিসি প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন। তাঁরা উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের এইসকল প্রতিযোগীদের মধ্যে থেকেই আগামী দিনের পরমানু বিজ্ঞানী এম. এ ওয়াজেদ মিয়া, উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ও ড. মাকসুদুল আলম-এর মতো দেশ বরেণ্য বিজ্ঞানী বেরিয়ে আসবে। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী’র এই সময়োচিত আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা এবং কলেজের বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোঃ তৌরেজ হোসেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ রাজশাহী মহানগরের ৩২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক-প্রতিনিধি, প্রতিযোগীবৃন্দ, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর