বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে- রবিবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ভবনের সামনে- পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোধন করা হয়। এর পর জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (লাইব্রেরি কর্মকর্তা)- মো: রোকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোঃ সালেহীন তানভীর গাজী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার পারভেজ, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান- এসএম সোলায়মান আলী, রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু ।
সানশঅইন/টিএ