বিকেএসপি কোচ মন্টু দত্ত ও সাবেক ক্রিকেটার সাফাককে বিশেষ সংবর্ধনা প্রদান

 

আব্দুল্লাহ আল মারুফঃ

 

দেশের ক্রিকেট উন্নয়নে অনন্য অবদান রাখায় বিকেএসপি’র চীফ কোচ (ক্রিকেট) ও বিসিবির সাবেক জাতীয় পুলভুক্ত ক্রিকেট আম্পায়ার মন্টু কুমার দত্ত এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ এ ও রাজশাহী বিভাগীয় দলের সাবেক ক্রিকেটার শাফাক আল জাবিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

রাজশাহী জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন এর উদ্যোগে গত সোমাবার (৩০ জানুয়ারি ২০২৩) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে, শেখ কামাল অনূর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থেকে রাজশাহীর এই দুই কৃতি সন্তানের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন, রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার।

 

 

 

এ প্রসঙ্গে রাজশাহী জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান বলেন, ‘মন্টু দত্ত আমাদের রাজশাহীর কৃতি সন্তান। তিনি কেবল বিসিবি’র সাবেক জাতীয় পুলভুক্ত ক্রিকেট আম্পায়ারই নন, তিনি বিকেএসপি’র চীফ কোচ। দেশবরেণ্য ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, নাসির হোসেনসহ আরো অনেক জাতীয় ক্রিকেটার তৈরির পেছনে যাদের অবদান অনস্বীকার্য, মন্টু দত্ত তাঁদের অন্যতম একজন। এছাড়া রাজশাহীর আরেক কৃতি সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগে অফিসার পদে কর্মরত শাফাক আল জাবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি আয়োজনে সম্পৃক্ত থেকে, টুর্নামেন্টগুলো সফল করার পাশাপাশি নতুন খেলোয়াড় তৈরিতে যেভাবে ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’

 

 

 

‘দেশের সামগ্রিক ক্রিকেট উন্নয়নে রাজশাহীর এই দুই কৃতি সন্তান যেভাবে নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে চলেছেন, তা দেশের সর্বমহলে রাজশাহীকে এনে দিয়েছে এক অনন্য মর্যাদা। তাঁদের নিয়ে আমরা তথা পুরো রাজশাহীবাসী যেমন গর্বিত, তেমনি, তাঁদের সংবর্ধিত করতে পেরেও গর্বিত রাজশাহী জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন,’ যোগ করেন হাবিব। ভবিষ্যতে এমন আয়োজন চলমান থাকবে কি না? এ প্রশ্নের জবাবে হাবিব জানান, ‘এটি কেবল শুরু। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বিভিন্ন সময় রাজশাহীর যে গুণী মানুষগুলো নানাভাবে ভূমিকা রেখেছেন বা রাখছেন, আমরা পর্যায়ক্রমে তাঁদের প্রত্যেককেই সংবর্ধিত করতে চাই।’

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ | Daily Sunshine