জনসভার আগেই জনসমুদ্র্র ঐতিহাসিক মাদ্রাসা মাঠ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সকাল ১১ টার মধ্যে কানায় কানায় মানুষে ভরে যায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। সকাল ৯টার আগে থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীতে পরিপূর্ণ হয় সভাস্থল।
ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করে নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। মাদ্রাসা মাঠ ও এর আশেপাশের এলাকা পরিনত হয়েছে লোকারণ্য।
জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে ট্রেনে-বাসে রাজশাহীর জনসভায় যোগ দিতে আসতে শুরু করে মানুষ। রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করেছে সকাল থেবেক। এসব ট্রেনগুলো সারাদিন রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালারচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলাচল করে।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৭:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর