সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পবায় আ’লীগের বর্ধিত সভা

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দারুশা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
সভায় হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।
এসময় বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এছাড়াও দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. কামরুল হাসান রাজ।
দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শান্তর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সোবহান সহ দর্শনপাড়া ইউনিয়ন আ’লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, মহিলা আওয়ামী লীগ ও যুবমহিলা আ’লীগের নেতৃবৃন্দ।


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ