রাবির নির্মাণাধীন দোকানে ভাঙচুর

রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঠিকাদার।

 

 

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ক্যাম্পাসের অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে নতুন করে দোকান নির্মাণে কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পায় ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার দিবাগত রাতে এই দুটি স্থানে নির্মাণাধীন ২টি দোকানে ভাঙচুর চালায় দূর্বৃত্তরা। এই ঘটনায় সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।

 

 

লিখিত অভিযোগে তিনি বলেন, বুধবার রাতের আঁধারে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মাণাধীন দোকানে ভাঙচুর করেছে। ফলে নির্মাণ কাজ বন্ধ আছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদ দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের। তবে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি ঠিকাদার। দোকান নির্মাণ কাজে দেখভাল দায়িত্বে রয়েছেন প্রকৌশল দফতরে প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পরে সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমাদের প্রধান প্রকৌশলীকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

 

 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বিশ্ববিদ্যালয় অভ্যন্তরের দোকানপাট নির্মাণের বিষয়টি সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অবাইদুর রহমান বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ | সময়: ৬:১২ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর