সর্বশেষ সংবাদ :

অবৈধভাবে মাটি বিক্রি ও বহনের দায়ে একলাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় গ্রামে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও পুকুর থেকে মাটি কাটার অপরাধে পৃথক ভাবে ভেকু ড্রাইভার উজ্জল হোসেনের ৫০ হাজার টাকা এবং মাটি বহনকারী গাড়ীর ড্রাইভার জামাল উদ্দীনের ৫০ হাজার টাকা জরিমা করা হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তানোর উপজেলার নিবার্হী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকাল ৫টায় তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাওড় গ্রামে তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ চন্দ্র দেবনাথ উপস্থিত হয়ে সরজমিনে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুইজনের জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, তানোর থানার এসআই আলতাব হোসেন, ইউএনও অফিসের স্টাফ আলাউদ্দীন প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ | সময়: ৫:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ