সর্বশেষ সংবাদ :

পবায় সড়ক দূর্ঘটনায় ৩জন মোটরসাইকেল আরোহী নিহত

পবা প্রতিনিধিঃ

 

রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে তিনবন্ধু দর্শনপাড়ার বিখ্যাত মড়মড়িয়া বাজার থেকে হাসের মাংস খাওয়া শেষে শহরমুখী ফিরছিলো। পথিমধ্যে দারুশা বাজার এর ডাঙ্গের হাট মহিলা কলেজ এর সামনে আসলে বিপরীত মুখী থেকে আসা ঘাতক ট্রাক তাদের কে পৃষ্ঠ করে পালিয়ে যায়।
ঘাতক ট্রাকের নিচে পড়ে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকার আবু সাইদ এর ছেলে শাহিন (৪০) এবং একই এলাকার মোঃ বাবলু এর ছেলে মোঃ সোহাগ (২৮) সেখানেই মৃত্যুবরণ করেন।

 

অপর একজন কাঠালবাড়িয়া কাশিয়াডাঙা এলাকার মোঃ আনোয়ার হোসেন এর ছেলে রাকিব (২৬) তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, “আমরা দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই স্পষ্টে যায়। গিয়ে দেখি ২ জন ব্যাক্তি স্পটেই মারা যান,বাকি ১জনের অবস্থাও আশংকাজন। তাকে হাসপাতালে পাঠালে আমরা জানতে পারি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। প্রাথমিক অবস্থায় মৃতদের বাসায় থানা সূত্রে খবর পাঠানো হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনার ঘাতক ট্রাক টি আমরা আটক করতে পারি কিন্তু এর ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আমরা আটক করতে পারিনি। তবে আমাদের অভিযান অব্যহত আছে”।

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ | সময়: ১১:০০ অপরাহ্ণ | Daily Sunshine