সর্বশেষ সংবাদ :

ঘন কুয়াশা, রাজশাহীতে বিমান ছাড়ছে দেরিতে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শৈত্যপ্রবাহ চলছে। কয়েক দিন ধরে কনকনে শীত, সঙ্গে ঘন কুয়াশা। দিনের খুব কম সময়ে দেখা মিলছে সূর্যের। তবে শীতের সঙ্গে যেতে পেরে উঠছে না। কুয়াশা দখল করছে আকাশ।
এ কুয়াশার কারণেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজশাহী থেকে ঢাকাগামী ফ্লাইটগুলো। নতুন বছরের শুরু থেকে বিমানের এমন শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ খায়রুন নাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিকিউরিটি ইনচার্জ খায়রুন নাহার জানান, রবিবার সকালে নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি ফ্লাইট সকাল ১০টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কুয়াশার কারণে দুপুর ১২টার পর ছেড়ে গেছে।
খায়রুন নাহার আরও জানান, শাহ মখদুম বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে পাঁচটি বিমান ওঠানামা করে। সবগুলো বিমানে ঢাকা থেকে রাজশাহী চলাচল করে। চলতি বছরের শুরু থেকেই সকালের প্রতিটি বিমানে দুই থেকে আড়াই ঘণ্টা শিডিউল বিপর্যয় ঘটছে। বিকেলে এক থেকে দেড় ঘণ্টা বিলম্ব হচ্ছে। মূলত রাজশাহী ও ঢাকায় কুয়াশার কারণে এমনটি ঘটছে।


প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৬:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ