সর্বশেষ সংবাদ :

ঠাণ্ডায় কাঁপছে কলকাতা দার্জিলিং ৩-সিকিম শূন্য

সানশাইন ডেস্ক: কলকাতা শহরের ভেতর দিয়ে দিনভর বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। রোদ থাকলেও মালুম পাওয়া যাচ্ছে না তাপ। গত কদিন ধরেই এরকম পরিস্থিতি কলকাতাজুড়ে। একই অবস্থা রাজ্যজুড়ে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে। যা এই মৌসুমে সবচেয়ে কম। এদিন বিকেলে কলকাতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কদিন এমনই জাঁকিয়ে ঠাণ্ডা বহাল থাকবে শহরে। পাশাপাশি শীতের কাঁপুনির তীব্রতা বাড়বে রাজ্যের বিভিন্ন জেলাতেও। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশদিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি সব জেলাতেও শীতের দাপট। দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমান জেলায় সবচেয়ে বেশি পারদপতন হয়েছে। বৃহস্পতিবার বর্ধমানের সর্বনিম্ম তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শ্রীনিকতনে তাপমাত্র নেমেছে ৯ দশমিক ৪ ডিগ্রিতে।
একই ভাবে রাজ্যের উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। শীতের ঠাণ্ডা উপভোগ করতে দার্জিলিং এবং কালিম্পঙে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। বৃহস্পতিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে, সিকিমে সম্পূর্ণ ভিন্ন ছবি ফুটে উঠেছে। সাদা তুষারে ঢেকে গিয়েছে সিকিমের অধিকাংশ অঞ্চল। মঙ্গলবার সিকিমের রাজধানী গ্যাংটকের তাপমাত্রা নেমে যায় শূন্য ডিগ্রিতে নেমে যায়। তা বৃহস্পতিবার গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা হয়ে দাঁড়ায় ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এদিন রাতেও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়েছে বাংলাজুড়ে। আপাতত কয়েকদিন ঠাণ্ডার জোরালো এই দাপট বহাল থাকবে সব জেলাতেই। ভোরের দিকে একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট।


প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ | সময়: ৪:৩৬ পূর্বাহ্ণ | সুমন শেখ