হাথুরু কিংবা যেই আসুন, মিরাজের কাছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ

স্পোর্টস ডেস্ক: এর আগে চন্ডিকা হাথরুসিংহে যখন জাতীয় দলের কোচ ছিলেন, তখনই তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তাই ধরেই নেয়া হয় মেহেদি হাসান মিরাজ হাথুরুর পছন্দের ক্রিকেটার।
শোনা যাচ্ছে সেই হাথুরুসিংহে আবার বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হিসেবে ফেরত আসছেন। তাহলে কি মেহেদী হাসান মিরাজ একটু বেশী কমফোর্ট জোনে থাকবেন? হাথুরু আবার কোচ হলে মিরাজের ক্যারিয়ার কি উপকৃত হবে? তাকে খুব পছন্দ করেন, এমন কোচের অধীনে খেলাটাই কি আর বেশি স্বস্তির হবে?
এসব নিয়ে কী ভাবছেন মিরাজ? আজ সোমবার এ প্রশ্নের মুখোমুখি হয়ে মিরাজ বলেন, ‘আসলে কে হেড কোচ হয়ে আসবেন, এটা তো টিম ম্যানেজমেন্টের বিষয়। কোচ পদে কাকে মনোনীত করবেন? সেটা বোর্ডের ব্যাপার। তাই কে কোচ হয়ে আসবেন না আসবেন- তা নিয়ে আমার ভাবার কিছু নেই।’
মিরাজের উপলব্ধি পরিষ্কার। কোচ যেই হোন না কেন, পারফরমার হিসেবে তাকে পারফর্ম করতেই হবে। সেটাই তার প্রধান কাজ। মিরাজের কথা, ‘তার (হাথুরুর) আন্ডারে আমার ডেব্যু হয়েছিল। তবে দিন শেষে আমাকে কিন্তু পারফর্ম করতে হবে। যে কোচই আসুক না কেন, আমি যদি পারফর্ম করতে না পারি তাহলে কিন্তু খেলতে পারবো না। এখানে পারফর্ম করেই খেলতে হবে।’
তিনি যে হাথুরুর পছন্দের ক্রিকেটার, সেটাও কোন কাজে আসবে না। এ উপলব্ধি থেকেই মিরাজ বলেন, ‘তিনি আমাকে পছন্দ করুন বা নাই করুন সেটা ব্যাপার না। আসলে কোচ তখনই কোনো খেলোয়াড়কে পছন্দ করেন যখন কেউ পারফর্ম করে। শুধু কেচ নন, ওভারঅল সবাই পছন্দ করে। তাই পারফর্ম করাই গুরুত্বপূর্ণ।’ মিরাজের শেষ কথা, ‘যে কোচই আসুক না কেন, যার আন্ডারে খেলি না কেন- পারফর্ম করলে খেলতে পারবো দীর্ঘদিন। যেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে।’


প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ