মোহনপুরে কৃষক দলের কমিটি ভাঙার অভিযোগ

মোহনপুর প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষক দলের মোহনপুর উপজেলা আহবায়ক কমিটি অগণতান্ত্রিক পন্থায় ভেঙ্গে দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। রবিবার বিকেল ৫ ঘটিকায় মোহনপুর জাতীয়বাদী বিএনপির কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু। তিনি বলেন, গত ৯ মাস পূর্বে জেলা জাতীয়বাদী কৃষক দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত মোহনপুর উপজেলা শাখা কৃষক দলের আহবায়ক কমিটি ঘোষণা করেন। আহ্বায়ক কমিটি উপজেলার সকল ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত প্রায় ৪০টি ইউনিটের কমিটি গঠন সম্পূর্ণ করা হয়েছে।
এরই মধ্যে গত ২৪ ডিসেম্বর হঠাৎ কোন কিছু না জানিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক শামিন আহমেদ স্বাক্ষরিত প্যাডে মোহনপুর উপজেলা আহবায়ক কমিটি ভেঙ্গে দেন। তিনি আরো বলেন, গঠনতন্ত্র মোতাবেক কোন কমিটি যুগ্ম আহবায়ক ভেঙ্গে দেওয়ার এখতিয়ার নাই।
সংবাদ সম্মেলনে ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মোহনপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা কমিটির সদস্য আব্দুল হামিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মির্জা শওকত, যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শিমুল, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সকল ইউনিয়নের কৃষক দলের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে মোহনপুর দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের উপস্থিতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোরালো দাবী জানান।


প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ | সময়: ৬:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ