পবায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন কৃষি প্রণোদনা

স্টাফ রিপোর্টার: পবায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে কৃষি প্রণোদনার বোরোর বীজ ও সার। বৃহস্পতিবার সকালে পবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কৃষি প্রণোদনা দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কৃষকদের মধ্যে এসব কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামসুননাহার ভুঁইয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান উদ্দিন প্রমুখ। পবা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে পবা উপজেলার ৮টি ইউপি ও ২টি পৌরসভার ৫ হাজার ৬৫০ জন কৃষক কৃষি প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে ৩ হাজার ৫০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ ও ২ হাজার ১৫০ জন কৃষককে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৫:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর