তৃণমুল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ শিবির শুরু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে জেলা জিমনাসিয়ামে বৃহস্পতিবার তৃণমুল পর্যায়ে কুস্তি প্রশিক্ষন শিবির শুরু হয়েছে।
১৫ দিনব্যাপী অনুষ্টিত কুস্তি প্রশিক্ষন শিবিরে ৩০ জন ছেলেমেয়ে অংশ গ্রহন করছে। এই কুস্তি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন জেলা কুস্তি সমিতির আহবায়ক মোঃ মেজবাহুল ইসলাম লেলিন। এর আতে তিনি বলেন খেলাধুলার আগে নিয়িমিত প্রশিক্ষন গ্রহন করতে হবে তবেই একদিন ভালো কুস্তিগির হিসেবে দেশবিদেশে তোমাদের নাম উজ্জল হবে ও দেশের সুনাম বয়ে আনতে পারবে বলে তিনি অংশ গ্রহনকারী ছেলেমেয়েদের আহ্বান জানান। এ সময় জেলা কুস্তি সমিতির সদস্য সচিব সামাউল ইসলামসহ কম্যকর্তাগন উপস্থিত ছিলেন। এই কুস্তি প্রশিক্ষন শিবিরে প্রশিক্ষন প্রদান করবেন বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের কোচ মিজানুর রহমান তাকে সহযোগিতা করবে স্থানীয় কোচ আহাসান আবিব বাবু।


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ