সর্বশেষ সংবাদ :

বিজয় দিবসে বিএনপির কর্মসূচিতে যা থাকছে

সানশাইন ডেস্ক:

মহান বিজয় দিবস সামনে রেখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা। সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এতে আরও বলা হয়, সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা করা হবে।বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এসব কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

সানশাইন/তারেক


প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২ | সময়: ৮:৫৬ অপরাহ্ণ | Daily Sunshine