শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে গিয়েছেন। কিন্তু মোস্তাফিজুর রহমানের সুযোগ মিলেছে মোটে দুটি ম্যাচ। বাজে ফর্মের কারণে একাদশে জায়গা হারিয়েছেন কাটার মাস্টার। সামনে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ, ভারতের মাটিতে আছে ওয়ানডে বিশ্বকাপ। মোস্তাফিজ যে ফর্মে নেই, এটা কি দুশ্চিন্তার কিনা?
বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য মানতেই রাজি নন মোস্তাফিজ ফর্মে নেই। শনিবার সকালে প্রেস কনফারেন্সে হাথুরু বলেন, ‘কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে, দলের হয়ে কাজটা করেছে। তো সে ফেরার পর আমাকে দেখতে হবে, কেমন পারফর্ম করে।’
আইপিএলে মাত্র একটি ম্যাচ সুযোগ পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া লিটন দাসও। পারিবারিক কারণে তিনি ফিরে এসেছেন দেশে। লিটনের বিষয়ে জানতে চাইলে হাথুরু বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যানেজারের মাধ্যমে জানতে পারলাম যে, লিটন ফিরে এসেছে। এই মুহূর্তে আমার কাছে ওর ব্যাপারে বেশি তথ্য নেই।’
আফিফ হোসেন ধ্রুব আর মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যত কী? হাথুরু বলেন, ‘তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। তারা সবাই মিক্সে আছে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’ ভারত বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা হয়নি, তাই কার কবে কোন দলের সঙ্গে খেলা সেই পরিকল্পনাও করা যাচ্ছে না। হাথুরুও মনে করছেন, সূচিটা তাড়াতাড়ি ঘোষণা করলে ভালো হতো। টাইগার কোচ বলেন, ‘এটি শুধু আমাদের জন্য নয়, সবার ওপরেই প্রভাব পড়ছে। আমার মনে হয়, ভারত দ্রুতই (সূচি) ঘোষণা করবে। আগে ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।’