রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেণী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে বর্তমান সরকার। নারীদের উন্নয়নেও ব্যাপক কাজ করছে নারীবান্ধব বর্তমান সরকার।
রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম ইসাবেলা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. শরমিন ফেরদৌস চৌধুরী, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ