সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ফেস্টুন প্রদর্শন, নারীর প্রতি সহিংসতা বন্ধের আহবান

স্টাফ রিপোর্টার : ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করি-এই প্রতিপাদ্যে রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও সামাজিক অনাচার প্রতিরোধে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়। শনিবার বেলা ১১টায় নগরীর আলুপট্টি মোডে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (এসিডি)। এর আগে একটি র‌্যালী বের হয়ে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এ গিয়ে শেষ হয়।
কর্মসূচি থেকে নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান অংশগ্রহণকারীরা। নারীদের ওপর নির্যাতন বন্ধে সিডও সনদ বাস্তবায়ন ছাড়াও সামাজিকভাবে নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা বিধানের দাবি জানান। পাশাপাশি, নারী নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীর নিরাপত্তা জোরদারেরও কথাও বলেন।
এসময় এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল, প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পাল, প্রোগ্রাম অফিসার এসএম আহসানউল্লাহ সরকার, কৃষ্ণা বিশ^াস, জুলেখা খাতুন, নিতু ইয়াসমিন, শিউলী খাতুন, জোনাকী রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ