সর্বশেষ সংবাদ :

প্রাণিসম্পদকে শক্তিশালী খাতে পরিণত করতে হবে : রাবি ভিসি

স্টাফ রিপোর্টার : শনিবার রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটি ৫মবারের মতো রাজশাহী বিশ^বিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান, সেমিনার এবং প্রাণিসম্পদ মেলার আয়োজন করে।
রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ডীন এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এর সভাপতিত্বে ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সাধারণ সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, এসময় বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম এবং প্রফেসর ড. মো. হুমায়ূন কবীর, এসিআই লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী, রেনাটা লিমিটেড’র পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমূখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.নাথু রাম সরকার।
প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের সকল পর্যায়ের ব্যাক্তিবগের্র মধ্যে সেতুবন্ধন তৈরীর এবং উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভালো ব্যবস্থাপনা না থাকলে প্রণিসম্পদ খাতের আজকের যে বৈপ্লবিক যে পরিবর্তন, সেটি সম্ভব হতো না। প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটি আর কারো পক্ষে সম্ভব না। মানুষের জীবনমান এমন জায়গায় পৌঁছেছে যে, কেউ অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে থাকতে হচ্ছে না। দেশের উন্নয়নে অন্যতম বড় খাত প্রাণিসম্পদকে শক্তিশালী খাতে পরিণত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের ৩য় পর্বে বার্ষিক সাধারণ সভা, ৫ম প্রাণিসম্পদ মেলার সমাপনি স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ব¦বিদ্যালয়ের প্রফেসর মো. ওমর ফারুক, আরআরপি এগ্রো ফার্মস’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনসুরুল আলম, ইয়ন গ্রুপ অব ইন্ড্রস্টিস এর ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এবিএ মেসবাহ উদ-দৌলা, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র পরিচালক ড. মাহবুব আলম, কাজী ফার্মস লিমিটডের জেনারেল ম্যানেজার সাব্বির আহমেদ প্রমূখ।
১০ ডিসেম্বর সম্মাননা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে স্মারক তুলে দেয়া হবে বাংলাদেশ লাইস্টক সোসাইটির পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠাননের কাছে সম্মাননা তুলে দেয়া হয়। এবারের মোস্ট ভ্যালুয়েবল পারসন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে লাইভস্টক শিল্প (প্রতিষ্ঠান) কাজী ফার্মস লিমিটেড, লাইভস্টক শিল্প (ব্যক্তি), মো. আমিনুল ইসলাম, লাইভস্টক গবেষণায় প্রফেসর ড.সুবাস চন্দ্র দাস, লাইভস্টক শিক্ষায় প্রফেসর ড. এম রাশেদ হাসনাত, প্রাণিসম্পদ অধিদপ্তর ডা. মো. গোলাম মোস্তফা, হাইয়েস্ট সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে লাইভস্টক শিল্পে ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড, প্রাণিসম্পদের মাঠ পর্যায় হতে-উদ্যোক্তা আদর্শ প্রাণিসেবা লিমিটেড, মাঠ পর্যায়ে স্বেচ্ছাসেবী অঞ্জনা রানী, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণে মো. সাইফুল ইসলাম, প্রোমিজিং ক্যাটাগরিতে ফার্মার অব দ্য ইয়ার লাইভস্টকে মোছা. সুরাইয়া ফারাহানা রেশমা, পোল্ট্রি শিল্পে মো. ওয়াহেদুজ্জামান সিকুল, সৌখিন পাখি শিল্পে মো. মফিজুর রহমান এবং ক্যাটালিস্ট মিডিয়া পারসন হিসেবে ইলেকট্রনিকস মিডিয়ায় চ্যানেল টুয়েন্টি ফোরের কৃষিবিদ ফয়জুল সিদ্দিকী এবং প্রিন্ট মিডিয়ায় পোল্ট্রি খামার বিচিত্রার কামাল আহম্মদ কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর