সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যেছিল পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন এবং র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা। শুক্রবার ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে এসব অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা: প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধন শেষে পবা উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি ছিলেন পবা উপজেলা সহকারি কমিশনার ভূমি অভিজিত সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী দেওয়ান, সদস্য বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ দিলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম।
বাগমারা: বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলানয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মতিন, চঞ্চল, আসাদুজ্জামান, জীবন উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক গোপাল মহন্ত, ওসেডের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার সাইদুর রহমান প্রমুখ।
বাগাতিপাড়া: উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব’র আহবায়ক আরিফুল ইসলাম তপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি দ্বীপক কুমার কুন্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বজরংলাল আগরওয়ালা ও সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন প্রমুখ।
নিয়ামতপুর: উপজেলা পরিষদের মেইন গেটের সামনে বেলুন উড়িয়ে ও র‌্যালির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) লিজা আকতার বিথি, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আমেনা বেগম, মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বজলুর রশীদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
লালপুর: সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পদ্মাপ্রবাহ সম্পাদক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সহকারী শিক্ষক জিয়াউর রহমান, জনকণ্ঠের সংবাদদাতা শাহ আলম সেলিম প্রমুখ।
মহাদেবপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান এর সভাপতিত্বে এবং সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁ: শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শক্তিপদ চেীধুরীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, দূর্নীতি দমন কমিশন নওগাঁ সম্বনিত কার্যালয়ের উপ-পরিচালক মাহমুদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভপতি কায়েস উদ্দিন এবং এনজিও প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেলসহ প্রমুখ।
গোমস্তাপুর: উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত নারী কাউন্সিলর জাহানারা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম,রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী সহ অনেকে।
মোহনপুর: মোহনপুরে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহ্রার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামন শহিদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব অফিসার রোকনুজ্জামান তালাকুদার জাহানাবাদ ইউপি চেয়ারম্যান হযরত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ও এনজিও প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক প্রথমিক প্রধান শিক্ষক খোন্দকার শাসমসুল ইসলাম।
পত্নীতলা: উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষক তছলিম উদ্দীন মিঞা।
জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমুর মন্ডল, বাবু অজিত রায়, সুধীর তির্কী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, সাংবাদিক পরেশ টুডু, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ, সূধীজন।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ