বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০২৩ ইং, ২০শে আশ্বিন, ১৪৩০ বং।
ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি দপ্তর কর্তৃক সাড়ে ৭ হাজারের অধিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে ৩ হাজার ৯৮০ জন কৃষককে উফসী বোরো ধানবীজ রোপনের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি, এবং ৩ হাজার ৭৫০ জন কৃষকতে হাইব্রিড বোরো ধান বীজ রোপন বাবদ ২ কেজি করে মোট ৭ হাজার ৭৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।
সানশাইন/টিএ