সর্বশেষ সংবাদ :

আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না : শাজাহান খান

স্টাফ রিপোর্টারঃ 

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক সাধারন সভা রাজশাহী শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শুরু হয় এ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তবে অনিবার্য কারনে তিনি অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী। সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির মাহাতাব হোসেন চৌধুরী।

 

 

 

 

অনুষ্ঠানে বক্তব্যকালে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে শ্রমিকরা বসে থাকবে না। সব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপিকে উদ্দেশ্য করে শাজাহান খান বলেন, শ্রমিকদের রক্ত দিয়ে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করতে চেয়েছিল বিএনপি। আন্দোলনের নামে সড়কে আগুন দিয়ে পরিবহনের সঙ্গে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে। ক্ষমতায় থেকে কোনো কিছু করতে পারেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অরাজকতা শুরু করেছে বিএনপি। এ দিক থেকে শ্রমিকদের সতর্ক থাকার আহবান জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মালিক সমিতির সভাপতি আবুল কালাম,শ্রম অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমান,আব্দুল মান্নান মন্ডল,হাজী রকিবুল ইসলাম,সভাপতি বিভাগীয় বাছাই কমিটি,ওসমান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

 

সানশাইন/টিএ


প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২ | সময়: ৯:১৭ অপরাহ্ণ | Daily Sunshine