সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে তথ্যে অধিকার বিষয়ক অগ্রগতি আরটিআই বুথ ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে দিনব্যাপি তথ্যের অধিকারের মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতার অগ্রগতি আরটিআই বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে রিসার্চ ইনিশেয়েটিভস বাংলাদেশ (রিইব) আয়োজনে ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি নিড এর সহযোগিতায় তথ্য অধিকার আইন সম্পর্ক বিষয়ক বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তরিকুল ইসলামের সভাপতিত্বে বুথ ক্যাম্প সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভুমি সবুজ হাসান। বিশেষ অতিথি ছিলেন রিইবের প্রোগ্রাম অফিসার আনজু আকতার,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মনিরুজ্জামান,জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক জামিল আহমেদ প্রমূখ। আরটিআই বুথ ক্যাম্প সভাটি সঞ্চালনা করেন মডারেটর আলমগীর কবির তোতা। বুথ ক্যাম্প সভায় বক্তারা বলেন, বাংলাদেশে তথ্য অধিকার আইন ২০০৯ পাশের মাধ্যমেই সব নাগরিক তথ্য চাওয়া-পাওয়ার, প্রয়োজনীয় সব তথ্যে সাবলীল প্রবেশের এবং এর প্রয়োগে উপকারভোগী হওয়ার আবশ্যিক ও আইনি স্বীকৃতিলাভ করেছে। তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি ও জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে তাদের ক্ষমতায়নের পথ রচিত হয়েছে। কর্তৃপক্ষের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র বিকাশের পথ সুগম হয়েছে।


প্রকাশিত: মে ২৪, ২০২৩ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ