জার্মানিকে হারানোর অর্জন কোস্টারিকায় জলাঞ্জলি জাপানের

স্পোর্টস ডেস্ক : জার্মানির বিপক্ষে দুর্দান্ত এক কামব্যাকে জয় তুলে নিয়েছিল জাপান। ‘মৃত্যুকূপ’ থেকে এশিয়ার প্রতিনিধিরা নকআউটে যাওয়ার আশা দিয়েছিল। ওই জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলে হেরেছে। যে হার ছোট হলেও নীল সামুরাইদের হৃদয় ভাঙতে যথেষ্ট।
কোস্টারিকা প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও জাপানের বিপক্ষে রক্ষণ সামলে খেলেছে সেন্ট্রাল আমেরিকার দলটি। পুরো ম্যাচে তারা ৮১ মিনিটে গোলের লক্ষ্যে একটি শট নিয়েছে। ওই এক শটেই গোল পেয়েছেন কাইসের ফুলার।
অন্যদিকে বল পায়ে রাখলেও জাপান খুব ভালো খেলেছে তা নয়। তারা ৫৬ শতাংশ বল পায়ে রেখে গোলের লক্ষ্যে তিনটি শট নেয়। তবে কেইলর নাভাস দুর্দান্ত দক্ষতায় দারুণ দুটি শট ফেরান। তার দুর্গ রক্ষার দক্ষতার কারণেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জাপানের।
জাপানের এই হার জার্মানির জন্য সবচেয়ে বড় স্বস্তির। কারণ ইউরোপের পাওয়ার হাউস খ্যাত দলটির এখন এক জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। ইউরোপিয়ান ক্লাসিকোয় জার্মানি রোববার রাতে স্পেনের মুখোমুখি হবে। ওই ম্যাচে জার্মানি যদি হারে সেক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিতলেও তারা যেতে পারবে নকআউটে। শুধু জয়টা বড় হতে হবে। অন্যদিকে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জাপানের হার প্রত্যাশা করতে হবে।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর