বিভিন্ন উপজেলায় ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা ও বাগমারা, নওগাঁর নিয়ামতপুর এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দিনব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।
পবায় মেলার উদ্বোধন ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, পবা উপজেলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম। উদ্বোধন পরবর্তী সময়ে ডিজিটাল উদ্বোধনী মেলা’র ১৯টি স্টল ঘুরে ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ, খাদ্য কর্মকর্তা শিরিন খাতুন, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, মাধ্যমিক কর্মকর্তা শিরিন মাহবুব, ইউআরসি কর্মকর্তা রেহেনা আক্তার প্রমুখ। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ভিতরে সেরাদের ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএমএন জহুরুল হক।
বাগমারা: বৃহস্পতিবার উপজেলা সদর ভবানীগঞ্জ শিশুপার্কে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, মৎস্য অফিসার রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রোগ্রামার তাজুল ইসলাম মিলান, বাগমারা থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল শরিফ প্রমূখ।
নিয়ামতপুর: এদিন উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে ডিজিটাল উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা সমাজসেবা অফিসার আসাদুল্লাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ।
শিবগঞ্জ: বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।


প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ | সময়: ৬:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ