নিউজিল্যান্ডের বিপক্ষে হার্দিককে পাচ্ছে না ভারত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ফলো থ্রুতে বল আটকাতে গিয়ে গোড়ালিতে মারাত্মক চোট পান ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের মাঝপথে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, তাকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান করানোর পরই আসল অবস্থা বোঝা যাবে। স্ক্যান রিপোর্ট হাতে এসেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী রবিবারের ম্যাচ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই হার্দিককে নিয়ে সবশেষ অবস্থা জানান, ‘২০ অক্টোবর দলের সঙ্গে ধর্মশালার ফ্লাইটে উঠবেন না তিনি। তিনি সরাসরি লখনউতে দলের সঙ্গে যোগ দেবেন, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দল। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে এবং বিসিসিআই মেডিক্যাল টিমের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’
আগামী ২৯ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ম্যাচ হওয়ার সাত দিন পর। লাইক-ফর-লাইক রিপ্লেসমেন্ট না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে কম্বিনেশনে বদল আনতে হবে ভারতকে। একটি উপায় হলো হার্দিকের জায়গায় সূর্যকুমার যাদবকে আনা এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে মোহাম্মদ শামি। তাতে করে রোহিত শর্মা দলে পাঁচ বিশেষ বোলার পাবেন।


প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ | সময়: ৭:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ