সর্বশেষ সংবাদ :

মরক্কোর বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: চার বছর আগের বিশ্বকাপে স্পেনকে ২-২ গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছিল মরক্কো। কাতারে তারা ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, গ্রুপে প্রতিপক্ষ গত দুইবারের সেমিফাইনালিস্ট বেলজিয়াম ও ক্রোয়েশিয়া, অন্য দল কানাডা।
আফ্রিকান এই দেশটি এবারও হয়তো চমক দেওয়ার প্রত্যাশা করছে। যাদের নিয়ে এবারের মিশনে নামছে মরক্কো। বিশ্বমঞ্চে তাদের সেরা সাফল্য ১৯৮৬ সালের শেষ ষোলো। এবারও তার পুনরাবৃত্তির লক্ষ্য যাদের নিয়ে, সেই ২৬ জনের নাম ঘোষণা করলেন কোচ ওয়ালিদ রেগরাগুই। রক্ষণে তারকা খেলোয়াড় পিএসজির আশরাফ হাকিমি। চেলসির হাকিম জিয়েখ নেতৃত্ব দেবেন আক্রমণে, সম্প্রতি আন্তর্জাতিক অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আগামী ২৩ নভেম্বর মরক্কোর প্রথম ম্যাচ গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার সঙ্গে। পরের দুটি ম্যাচ খেলবে বেলজিয়াম ও কানাডার বিপক্ষে।
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াড- গোলকিপার: ইয়াসিন বোনো, মুনির মোহামেদি, আহমেদ রেদা তাগনাওতি। ডিফেন্ডার: আশরাফ হাকিমি, নোসাইর মাজরাওই, জাওয়াদ আল ইয়ামিক, রোমেইন সাইস, আশরাফ দারি, ইয়াহিয়া আত্তিয়াত আলাল, বাদ্র বেনোন, নায়েফ আগুয়ের্দ। মিডফিল্ডার: সুফিয়ান আমরাবাত, আজ্জেদিন ওনাহি, আব্দেলহামিদ সাবিরি, সেলিম আমাল্লাহ, ইয়াহিয়া জাবরানে, বিলাল এল খান্নাওস।
ফরোয়ার্ড: হাকিম জিয়েখ, জাকারিয়া আবোখলাল, সুফিয়ান বোফাল, ইউসেফ আন-নেসিরি, এজ আব্দে, আমিনে হারিত, ইলিয়াস চেয়ার, আব্দেররাজ্জাক হামদাল্লাহ, ওয়ালি ছেদ্দিরা।


প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২ | সময়: ৬:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ