সর্বশেষ সংবাদ :

‘পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা দৃঢ় হয়েছে’

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ বিভিন্ন স্থানে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার পুলিশই জনতা, জনতাই পুলিশ স্লোগানে রাজশাহীতে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন করা হয়। নগরীর আলুপট্রি মোড় থেকে র‌্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে রাজশাহী কলেজে এসে র‌্যালি শেষ হয়।
র‌্যালিতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে ও রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বান প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভার আগের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী যুবক ও বৃদ্ধ ১০ জনের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরিচালিত হয়ে আসছে। পুলিশ নিজে একা জনগণের সেবা করতে পারে না তাই সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। কমিউনিটি পুলিশিং সেটাই করে যাচ্ছে। করোনা কালিন সময়ে আপনারা দেখেছেন কিভাবে রাতদিন কাজ করেছি। এতে কমিউনিটি কার্যক্রমের সাথে জড়িত সকলেই সহযোগিতা করেছেন।
রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় এই সেবা কার্যক্রম আরো জোরালো ভূমিকা রাখে। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি। অপরাধ নির্মূলে মহানগরীতে ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কমাতে সক্ষম হয়েছি। সাইবার ক্রাইম ইউনিট গঠন করে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানগরীতে যে ভাবে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছিলো সেগুলো নিয়ন্ত্রণ ও অভিভাবকদের ডেকে আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। আগামীদিনে আমরা জনগণ ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশা ও সংগঠনের সাথে কাজ করে জনগণের সেবা করে যেতে চাই।
চারঘাট: শনিবার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রনব কুমার।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফকরুল ইসলাম, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু,উপজেলা কমিউনিটি পুলিশিং এর সম্বয়ক কমিটির সভাপতি শ্রী ব্রজহরী, সাধারন সম্পাদক চারঘাট এমএ হাদ্বী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন প্রমুখ।
তানোর : কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় তানোর থানা চত্বর থেকে একটি বিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তানোর থানার তদন্ত (ওসি) উছমান গনি সঞ্চালনায় ও তানোর থানার অফিসার ইনচাজ (ওসি) কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) আসাদুর জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার সহ ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
বাগমারা: বাগমারায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগমারার সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বাগমারা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু তালেব প্রাং। পরে বিকেলে মোহনগঞ্জ হাইস্কুল মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অলক কুমার বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা থানার সেকেন্ড অফিসার রায়হান, ওসি তদন্ত তৌহিদ, উপ পুলিশ পরিদর্শক(এসআই) রফিক, এসআই জামান, এসআই একলাছ সহ বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
লালপুর: লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়াজ্জামানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান, পুলিশ পরিদর্শক হীরেন্দ্রনাথ পরামানিক। এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
মান্দা: এ উপলক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান।
থানার উপপরিদর্শক সুব্রত কুমারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল, ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল ও আনিছুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল আলিম, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য আলহাজ্ব সুবেদ আলী, লুৎফর রহমান ও আফাজ উদ্দিন।
বাঘা : এদিন বাঘা থানা চত্বরে আকাশে শান্তির নীড় হিসাবে আনুষ্ঠানিক ভাবে একগুচ্ছ বেলুন উড়িয়ে এ দিবসটির সূচনা করা হয়। এরপর একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলায় পরপর ৬ বার এবং রেঞ্জে একবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন। তাঁকে আমন্ত্রীত সকল অতিথিবৃন্দ আলোচনা সভার মাঝখানে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে সম্মানীত করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ ইনস্পেক্টর (তদন্ত) আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হালিম মোল্লা, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন প্রমুখ।
মোহনপুর: মোহনপুর উপজেলার কমিনিউনিটি পুলিশিং সমম্বয় কমিটির আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মোহনপুর থানা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদুর ইসলাম। অতিথি ছিলেন কেশরহাট পৌর মেয়র ও উপজেলার কমিনিউনিটি পুলিশিং সভাপতি শহিদুজ্জামান শহিদ,ওসি (তদন্ত) মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান হযরত আলী,আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, সাবেক প্যানেল মেয়র রস্তুম আলী, মুরাদুল ইসলাম মুরাদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি সাদিকুল ইসলাম স্বপনসহ ইউপি সদস্য,কমিনিউনিটি পুলিশিং সদস্য সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই আলহাজ্ব।
নিয়ামতপুর: দিবসটি উপলক্ষে র‌্যালি শেষে নিয়ামতপুর থানা কমপ্লেক্স ভবনের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) হুমায়ন কবিরের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত ফইমউদ্দিন ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, সহকারী পরিদর্শক (এসআই) তহসিন, নূর মোহাম্মাদ, জাহিদ হাসান, জহির, মনজিল, সেলিম উদ্দিন, মিলন, ইউনুস, ইব্রাহীম, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মিঠন, তরিকুল, নওগাঁ স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) শহিদুল ইসলাম, উজ্জ্বল প্রমুখ।
ভোলাহাট: অনুষ্ঠিত পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আফরাজুল হক বাবু। স্বাগত বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা চৌধুরী।
বড়াইগ্রামে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা
বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে শনিবার শোভাযাত্রা শেষে বড়াইগ্রাম পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অফিসার্স ইনচার্জ আবু সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মেয়র মাজেদুল বারী নয়ন, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ও উপ-পরিদর্শক আনোয়ার হোসন বক্তব্য রাখেন।
গোমস্তাপুর: শনিবার সকালে গোমস্তাপুর থানা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা,উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ( গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান,গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল।
জয়পুরহাট: শনিবার জয়পুরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জয়পুরহাট পুলিশ লাইনস্ মাঠে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ও জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি- গোলাম হাক্কানির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, জয়পুরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মীম আজিজ সাজ প্রমুখ।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে শনিবার থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মণের সঞ্চালনায় থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক কমান্ডার আব্দুল হামিদ প্রমুখ।
গোমস্তাপুর: থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান। গোমস্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান।
দুর্গাপুর: শনিবার সকালে থানা চত্বরে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। কমিউনিটি পুলিশের আহ্বায়ক বিণয় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ নাজমুল হক। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
থানার পুলিশ পরিদর্শক নয়ন হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব এড. আব্দুর রহিম খন্দকার, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, কিসমত গণকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেলুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান আখতার আলী, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাংগীর আলম সম্রাট ও জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।
নাচোল: দিবসটি উপলক্ষে শোভাযাত্রা নাচোল পৌর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়াম ীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাঃ জিয়াউর রহমান। ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীন, অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এ উপস্থিত ছিলেন নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ সুলতানা পাপিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্তসভাপতি আবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।


প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ