আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় আদমদীঘি থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মণের সঞ্চালনায় থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক কমান্ডার আব্দুল হামিদ, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, চাঁপাপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মাস্টার। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জিল্লুর রহমান, উপ পরিদর্শক তারেক হোসেন, রকিব হোসেন, হযরত আলী, নাজমুল হক মৃধা, আওয়াল কাফি, আবু হাসান, শাহ আলম, হাফিজ প্রমূখ।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৪:১৬ অপরাহ্ণ | সানশাইন