সর্বশেষ সংবাদ :

বৃষ্টিতে পণ্ড অস্ট্রেলিয়া- ইংল্যান্ড দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট বিশ্ব। কিন্তু প্রকৃতি সেটা হতে দিলে তো! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিন জুড়ে রাজত্ব করল বৃষ্টি। ভেসে গেল তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের দ্বৈরথ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে মেলবোর্নে পাঁচ ম্যাচের তিনটি পণ্ড হলো বৃষ্টিতে। এর মধ্যে শুক্রবারই হলো দুটি। আফগানিস্তান ও আয়ারল্যান্ড ম্যাচের মতো টস হতে পারেনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচেও। চার দলই পেয়েছে একটি করে পয়েন্ট। সুপার টুয়েলভে এক নম্বর গ্রুপে এখন ৩ পয়েন্ট চার দলের। রান রেটে এগিয়ে সবার ওপরে দুই ম্যাচ খেলা নিউ জিল্যান্ড। এরপর যথাক্রমে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া; এই তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ।
২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শ্রীলঙ্কা। তারাও এক ম্যাচ কম খেলেছে। লঙ্কানদের সমান পয়েন্ট নিয়ে তলানিতে তিন ম্যাচ খেলা আফগানিস্তান। এই গ্রুপে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া; তিন দলেরই হতে পারে ৭ করে পয়েন্ট। সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তখন কাজে লাগবে নেট রান রেট।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৬:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ