নওগাঁয় এলজিইডির অগ্রগতি পর্যালোচনা সভা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সভাকক্ষে টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়াতায় জেলার উপকার ভোগীদের সমন্বয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী তোফাইল আহম্মেদ। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা মৎস কর্মকর্তা, এলজিইডির সিনিয়র প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ পানি ব্যস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও সদস্যরা অংশগ্রহন করেন।
এসময় নির্বাহী প্রকৌশলী তোফাইল আহম্মেদ বলেন, পানি ব্যস্থাপনা সমবায় সমিতির আওতায় উপকারভোগীরা ইতোমধ্যে এর সুফল ভোগ করছেন। আত্রাই উপজেলার প্রায় ৮ কিলোমিটার খাল পুনঃখননের ফলে ওই অঞ্চলের প্রায় ৭০ শতাংশ কৃষি জমি চাষাবাদ যজ্ঞ হয়ে উঠেছে।
বিগত সময়ে কৃষকরা যেখানে বছরে দুইটি মাত্র ফসল উৎপাদন করতো সেখানে সমিতির আওতায় থাকা কৃষকেরা তিন ফসল উৎপাদন করতে পারছে। আগামীতে সকলের সহযোগীতায় এই কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা লাভবান হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২ | সময়: ৬:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ