সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
মোহনপুর প্রতিনিধি :
রাজশাহীর মোহনপুরে ১৫ আগষ্ট “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলার পরিষদ চেয়ারম্যানের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের কর্মসূচির বিষয়ে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। আলোচনায় বিভিন্ন দিকনির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রুস্তম আলী, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, রায়ঘাটি ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মৌগাছি ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুর সবুর মাষ্টারসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সানশাইন/তৈয়ব