পদ্মানদীতে হাত বৈঠা নৌকাবাইচ প্রতিযোগিতা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পদ্মানদীতে ঐতিহ্যবাহী হাত বৈঠা নৌকাবাইচ প্রতিযোগিত অনুষ্ঠিত হয়েছে। মাঝিমাল্লাদের বইঠার ছলাৎ ছলাৎ শব্দ, বাদ্যযন্ত্রের তালে আর হর্ষধ্বনি ও হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে মুখর ছিল নদীর দুই পাড়। রবিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নওপাড়া হাত বৈঠা নৌকাবাইচ মেলা কমিটির আয়োজনে নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই নৌকাবাইচের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

 

 

 

এ সময় হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, কালের আবর্তে আমাদের পুরনো সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের পৃষ্টপোষকতায় হারিয়ে যাওয়া পুরনো সংস্কৃতি গুলি ফিরে আসছে। তার মধ্যে নৌকা বাইচ অন্যতম। তরুণ প্রজন্মের মাঝে দেশ প্রেম ও সংস্কৃতি প্রেম জাগ্রত করতে আজকের এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। তরুণ সমাজের মাঝে পুরনো সংস্কৃতি ছড়িয়ে দিতে প্রতিবছর এই নৌকাবাইচের আয়োজন করা হবে বলেও জানান তিনি।’

 

 

 

প্রতিযোগিতায় চারটি নৌকা অংশ নেয়। এতে নওয়াপাড়া যুব সংঘের নৌকা প্রথম হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জানতে চাইলে নৌকাবাইচের অন্যতম আয়োজন দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, ‘তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন এই নৌকাবাইচের আয়োজন করবেন।’

 

 

 

এসময় লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর, সহ-সভাপতি আ.স.ম. মাহামুদুল হক মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সানশাইন / শামি

 

 

 

 


প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২ | সময়: ২:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর