সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীসহ বিভিন্ন জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রাজশাহীতে আলোচনা সভা র‌্যালী ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
নওগাঁ: শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। পরে সেখান থেকে এক র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসক ডা. আশিষ কুমার, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, বিআরটিএ’র সহকারী পরিচালক হারুন অর রশিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলন জেলা শাখার সভাপতি রায়হান আলম, জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহ উদ্দিন খান টিপু এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহার আলী।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মঞ্জু আরা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, থানার উপ-পরিদর্শক আবু হাসান।
জয়পুরহাট: এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর যৌথ উদ্যোগে সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে নিরাপদ সড়ক সংক্রান্ত বিষয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন- জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনোয়ার পারভেজ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোসফেকুর রহমান, জেলা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সাইদুর রহমান সহকারী পরিচালক (ইঞ্জি:)সাইদুর রহমান, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি মীর আইয়ুব হোসেন, বেসরকারি সংগঠন- নিরাপদ সড়ক চাই এর সংগঠক নূরে আলম প্রমুখ।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজন শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান,সাংবাদিক নুর মোহাম্মদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল এই কর্মসূচির আয়োজন করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী, কারিগরি প্রশিক্ষক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, ট্রাফিক পরিদর্শক আনিসুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রেজয়ানা করিম, জেলা নিচসার সভাপতি সফিকুল আলম ভোতা। স্বাগত বক্তব্য দেন, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক মো. শাহজামান হক।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ