প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চারঘাট প্রতিনিধিঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জ্ঞান অর্জনের শ্রেষ্ঠস্থান শিক্ষা প্রতিষ্ঠান। সেজন্য প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। “নারী শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে এই অবস্থানে নিয়ে গেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেজন্য নারী পুরুষ উভয়কেই সমান ভাবে এগিয়ে যেতে হবে। জ্ঞান অর্জনের শ্রেষ্ঠস্থান শিক্ষাপ্রতিষ্ঠান।

 

বৃহস্পতিবার বিকালে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সুন্দর পরিবেশে শিক্ষা বিস্তারের জন্য পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা সহায়ক, উপবৃত্তি ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে এখন ছবি তুলতে ইচ্ছে করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বেই শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা প্রমুখ।

 

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২ | সময়: ৮:১৭ অপরাহ্ণ | Daily Sunshine