১ হাজার মোবাইলসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

সানশাইন ডেস্ক: রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় মোবাইল ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১ হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮টি ট্যাবসহ ১ হাজার ১৭০টি ব্যাটারি।
র‌্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা মো. আলমকে (৩২) গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতার করা হয় তার সহযোগী মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) এবং মো. সজিব কাজী (৩২)।
অধিনায়ক আরিফ মহিউদ্দিন আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ