আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ২

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মোছা. সুমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত সুমি উপজেলার কাঞ্চনপুর গ্রামের কাঞ্চন চন্দ্র মহন্তের স্ত্রী। সোমবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, কাঞ্চন চন্দ্র মহন্ত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেল করে স্ত্রী সুমি ও সন্তান সুকর্ণকে নিয়ে পূজামন্ডপে ঘুরতে বের হন। এরপর রাতে বাড়ি ফেরার পথে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ছিঁটকে পড়ে তারা গুরুতর আহন হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কাঞ্চন চন্দ্র মহন্তের স্ত্রী সুমিকে মৃত ঘোষণা করেন। পরে গুরুত্বর আহত কাঞ্চন ও তার শিশু সন্তান সুকর্ণকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ