সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে আন্ত ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সংলাপ অনুষ্ঠিত হয়। এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংলাপে জনপ্রতিনিধি, ইমাম ও শিক্ষকসহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল,সানজীদা রহমান রিক্তা, এশিয়া ফাউন্ডেশনের অফিস কর্মকর্তা মাহমুদা সুলতানা ও মোশারফ হোসেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা দুলোনী খাতুন।