পুঠিয়ায় পিয়াজ চাষীদের মাঝে বীজ, কীটনাশক ও অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কৃষি প্রণোদনার আওতায় পুঠিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের গ্রীষ্মকালীন পিয়াজের বীজ, কীটনাশক, সুতলি, পলিথিন ও অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা অফিসে ২৫০ জন কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হয়।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুর নাহার ভুইয়া বলেন, গ্রীষ্মকালীন প্রণোদনার আওতায় পুঠিয়া উপজেলার গ্রীষ্মকালীন পিয়াজ চাষীদের সরকার নানা রকম সুযোগ সুবিধা দিচ্ছে৷ যেন পিয়াজের দাম স্থিতিশীল থাকে। আজকে পুঠিয়ার ২৫০ জন পিয়াজ চাষীদের মধ্যে ১ কেজি বীজ, ২০ ডিয়েপি সার , ২০ কেজি পটাশ সার, বালাইনাশক, সুতলি, পলিথিন ও শ্রমিক খরচ বাবদ কৃষকদের ১০ টাকার একাউন্টে ২৮ শত টাকা দেওয়া হয় হয়েছে ৷

এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মুনসুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোঃ আনাছ, উপজেলা কৃষি অফিসার শামসুর নাহার ভুঁইয়াসহ উপজেলার কৃষি অফিসার ও প্রণোদনা প্রাপ্ত কৃষকরা।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ | সময়: ৯:০৪ অপরাহ্ণ | Daily Sunshine