সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ার কৃষকদের মাঝে মাসকালাই বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ

বাগাতিপাড়া প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ার কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়।

বিতারণকালে ইউ.এন.ও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আ’লীগ সভাপতি নুরূল ইসলাম ঠান্ডু,উপজেলা প্রেসক্লাব’র সদস্য সচিব আব্দুল বারী প্রমুখ।

পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৮০ জনকে এক বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী ।

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২ | সময়: ৬:০৬ অপরাহ্ণ | Daily Sunshine